Ajker Patrika

চা-বাগানে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১: ৫১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন—রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তাঁরা সবাই শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানের শ্রমিকের সন্তান। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হরিণছড়া চা-বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, যে চারজনকে রাতে নিয়ে আসা হয়েছিল, তাঁরা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহত একজনের পরিবারের সদস্যরা জানান, তাঁদের মধ্যে একজনের একটি মোবাইল ফোন সেপটিক ট্যাংকে পড়ে গেলে এক তরুণ তা তুলতে নামেন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিনজন ট্যাংকে নামেন এবং সবাই অচেতন হয়ে পড়েন। আরও একজন পরে নামলে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান বলেন, গতকাল রাতে পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁদের মধ্যে চারজনকে মৃত আনা হয়েছে। আর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেটে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম (ওসি) বলেন, বুধবার রাত দেড়টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা-বাগানে সেপটিক ট্যাংকে পড়ে চারজন মারা গেছেন বলে শুনেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত