নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’
এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’
তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
ফেসবুকে কমেন্টের জেরে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে এক তালামীয নেতার ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগ উঠেছে। এতে ওই তালামীয নেতাসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মিজানুর রহমান রিয়াদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও তালামীযের কলেজ শাখার তথ্যপ্রযুক্তি সম্পাদক। তিনি দাবি করেছেন, তিনি জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। অপর আহতের নাম জাকিরুল ইসলাম হৃদয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘রিয়াদকে ভোরে ভর্তি করা হয়। তাঁর শরীরে কিছু মাইনর ইনজুরি রয়েছে। তবে তিনি দুপুর থেকে হাসপাতালে নাই। আমাদের না জানিয়ে চলে গেছেন। আর দুপুর ১২টার দিকে হৃদয়কে ভর্তি করা হয়। তাঁর হাতে জখম রয়েছে। দুজনেরই খুব সিরিয়াস কিছু হয়নি।’
এ ঘটনাকে ‘ছাত্রশিবিরের ঘৃণ্য হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদে আজ বিকেলে নগরে বিক্ষোভ মিছিল করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগর শাখা।
এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না বলেন, ‘ঘটনার সময় আমি হোস্টেলের দ্বিতীয় ব্লকে ছিলাম। মারামারির শেষে খবর পেয়ে রিয়াদকে দেখতে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতিতে কাউকে মারধরের ঘটনা ঘটেনি। এই ঘটনায় ছাত্রশিবিরের কেউ জড়িত না।’
তালামীযে ইসলামিয়ার এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন বলেন, ‘কুয়েটের ঘটনা নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে বুধবার রাতে এমসি কলেজ শিবিরের ১০-১৫ জন গিয়ে কক্ষে আটকে রিয়াদ মারধর করে। ঘটনার তীব্র নিন্দা জানাই।’
এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
‘নববর্ষে সবাই মিলে একসমানে একসঙ্গে জলকেলিতে যায়, ও ও ভাইয়েরা ও ও বোনেরা, খুশিতে মিলিত হয়।’ গতকাল বুধবার সকালে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের অন্যতম জনপ্রিয় গানটি গেয়ে যখন মারমাশিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করলেন, ঠিক সেই সময়ে হাজারো লোকের কলরবে মুখর হয়ে ওঠে রাঙামাটি জেলার রাজস্থলী...
২ মিনিট আগেশিল্পায়নের আগ্রাসনে বিলুপ্তির পথে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত ত্রেখাইল্লা খাল। এর উৎসমুখ ভরাট করে নির্মাণ করা হয়েছে শিল্পপ্রতিষ্ঠান। এতে একসময়ের প্রবহমান খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের দাবি, খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক, না হলে বর্ষায় জলাবদ্ধতা বাড়বে।
৭ মিনিট আগেকুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর গ্রামের নয় বছর বয়সী শিশু রায়হান হোসেন। আজ থেকে আড়াই বছর আগে নিখোঁজ হয়েছিল সে। হন্যে হয়ে খুঁজে পায়নি তার পরিবার। অবশেষে রেলওয়ে পুলিশের সহযোগীতায় মা খুঁজে পেয়ে রায়হান।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে