Ajker Patrika

সিলেটে নির্মাণ শ্রমিক খুনের ঘটনায় ৩ জনের নামে মামলা

সিলেট প্রতিনিধি
সিলেটে নির্মাণ শ্রমিক খুনের ঘটনায় ৩ জনের নামে মামলা

সিলেটের গোলাপগঞ্জে তাজেল আহমদ (১৯) নামের এক নির্মাণশ্রমিক খুনের ঘটনায় তিনজনের নামে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহতের ভাই রাসেল আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে জনকে আসামি করা হয়। 

আজ রোববার গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘রাতে মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

মামলার আসামিরা হলেন উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের অপু আহমদ (২০), ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের সাইফুল ইসলাম জাফর (২৫)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেসেঞ্জারে কটু কথোপকথনের জেরে গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন। পরে তিনি সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান। এ ঘটনায় তাজেলের সঙ্গে থাকা তাঁর বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত