Ajker Patrika

বিদ্যালয়ের ফ্যান-রাউটার-ল্যাপটপসহ নানা জিনিসপত্র চুরি, থানায় অভিযোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১: ২৮
বিদ্যালয়ের ফ্যান-রাউটার-ল্যাপটপসহ নানা জিনিসপত্র চুরি, থানায় অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সম্প্রতি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিনিসপত্র চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি ছুটি অনুযায়ী গত ১২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর বিদ্যালয়টি বন্ধ ছিল। এ সুযোগে ২৭ ডিসেম্বর রাতে ওই বিদ্যালয়ের দুটি ল্যাপটপ, দুটি বৈদ্যুতিক পাখা, ওয়াশ ব্লকের ১৬টি পানির কল, বাল্ব, ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়।

এর আগে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চুরির ঘটনা ঘটে। এ ছাড়া এই উপজেলায় বাসাবাড়িতে চুরিসহ গরু ও গাড়ি চুরি বেড়েছে।

বিদ্যালয়ে চুরির ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম বলেন, ‘সাম্প্রতিককালে বিদ্যালয়গুলোতে চুরি বেড়েছে। চুরির ঘটনায় পুলিশকে আমরা অবগত করেছি।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘বিদ্যালয়ে চুরির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত