Ajker Patrika

ইউএনও এসে পণ্ড করলেন ৫০০ লোকের বউভাতের আয়োজন

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
ইউএনও এসে পণ্ড করলেন ৫০০ লোকের বউভাতের আয়োজন

বিরাট গেট সাজিয়ে, শামিয়ানা টাঙিয়ে ৫ শ লোকের মধ্যাহ্নভোজের ব্যবস্থা। খোকন মিয়া ও সুনিয়ার বিয়ের বউভাত উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে এত আয়োজন। 

কিন্তু কঠোর লকডাউনের ৫ম দিনে এমন ধুমদাম করে বিয়ের খবর পেয়ে সেনা বাহিনী ও আনসার সদস্যের নিয়ে উপস্থিত হন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন। বিয়ে খেতে নয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুরো আয়োজন পণ্ড করে দেন তিন। অতিথি আপ্যায়নের আয়োজন বন্ধ করে রান্না করা সব খাবার পাঠিয়ে দেন নিকটস্থ এক এতিমখানায়; খোকনের বাবাকে করেন ১০ হাজার টাকা জরিমানা। এ সময় ইউএনও জনসাধারণকে মাস্ক পরতে, সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন বলেন, 'চলমান লকডাউনে এ সব অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারা আইন অমান্য করে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বরের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।' 

এ প্রসঙ্গে বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম মামুন আজকের পত্রিকাকে বলেন, 'লকডাউনে তাঁদের এ আয়োজন করা উচিত হয়নি।' 

প্রসঙ্গত, খোকন মিয়া বুল্লা গ্রামের জিলু মিয়ার ছেলে। আর সুনিয়ার বাবার নাম নাসির মিয়া; বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত