Ajker Patrika

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর নরসিংদী থেকে গ্রেপ্তার

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১৫
শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর নরসিংদী থেকে গ্রেপ্তার

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সজিবুর রহমান নরসিংদীর জেলার রায়পুরা থানার দুকুন্দিচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রবি উল্লাহ।

গ্রেপ্তারের বিষয়টি আজ বুধবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

মশিহুর রহমান সোহেল গণমাধ্যমকে বলেন, সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে।

র‍্যাব সদস্যদের সঙ্গে সজিবুর রহমানতিনি বলেন, আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত