তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ১১ জনের, কিন্তু বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে একজন ডেপুটেশনে থাকায় এবং অন্য একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় এখন তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে।
এলাকার সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিদ্যালয় বন্ধ ছিল। গত মাস থেকে স্কুলের ক্লাস শুরু হলে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। হাওরাঞ্চলের গ্রামগুলো থেকে কষ্ট করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ৭৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে ১১ জনের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এই বিদ্যালয়ে শিক্ষক আছেন পাঁচজন। এর মধ্যে শিক্ষক মো. নুরুল ইসলাম ডেপুটেশনে আছেন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসায়। অন্য চার শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে পাঠদান করান তিনজন।
এ বিষয়ে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মনির হোসেন বলে, 'করোনাকালীন বন্ধের পর নতুন করে বিদ্যালয় খুললেও শিক্ষকের অভাবে আমাদের কোনো ক্লাস হচ্ছে না। এতে করে আমাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।'
অভিভাবক নির্মল সরকার বলেন, 'দীর্ঘদিন ধরে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। নতুন শিক্ষক না আসায় এই বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না।'
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, 'কয়েক বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকের সংকট চলছে। প্রতিদিন সব ক্লাসের পাঠদান দিতে গেলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।'
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, 'তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। বিদ্যালয়ে নতুন শিক্ষক যোগদান করানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'
হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে ১১ জনের, কিন্তু বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে একজন ডেপুটেশনে থাকায় এবং অন্য একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় এখন তিনজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে।
এলাকার সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছর করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিদ্যালয় বন্ধ ছিল। গত মাস থেকে স্কুলের ক্লাস শুরু হলে শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। হাওরাঞ্চলের গ্রামগুলো থেকে কষ্ট করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ৭৪৩ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষকের পদ আছে ১১ জনের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ এই বিদ্যালয়ে শিক্ষক আছেন পাঁচজন। এর মধ্যে শিক্ষক মো. নুরুল ইসলাম ডেপুটেশনে আছেন সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসায়। অন্য চার শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে পাঠদান করান তিনজন।
এ বিষয়ে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মনির হোসেন বলে, 'করোনাকালীন বন্ধের পর নতুন করে বিদ্যালয় খুললেও শিক্ষকের অভাবে আমাদের কোনো ক্লাস হচ্ছে না। এতে করে আমাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে।'
অভিভাবক নির্মল সরকার বলেন, 'দীর্ঘদিন ধরে তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। নতুন শিক্ষক না আসায় এই বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না।'
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন বলেন, 'কয়েক বছর ধরে বিদ্যালয়ে শিক্ষকের সংকট চলছে। প্রতিদিন সব ক্লাসের পাঠদান দিতে গেলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। তাই দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে।'
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, 'তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের সংকট রয়েছে। বিদ্যালয়ে নতুন শিক্ষক যোগদান করানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
১৬ মিনিট আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৭ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে