বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় সূর্য বিশ্বাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার চারখাই ইউনিয়নের মহনপুর-পল্লী শাসন এলাকার হিরা বিশ্বাসের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সূর্য বিশ্বাস তার ঠাকুরমাকে খুঁজতে বের হয়। ওই সময় বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পায় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম. এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, বালুবাহী একটি ট্রাকের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় সূর্য বিশ্বাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার চারখাই ইউনিয়নের মহনপুর-পল্লী শাসন এলাকার হিরা বিশ্বাসের ছেলে।
নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সূর্য বিশ্বাস তার ঠাকুরমাকে খুঁজতে বের হয়। ওই সময় বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পায় ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম. এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, বালুবাহী একটি ট্রাকের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
২ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
২১ মিনিট আগেআসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
৩৫ মিনিট আগে