Ajker Patrika

সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ৩৫
সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর এওলাটিকর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন-বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তাঁর ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। অপর দুজন হলেন বিয়ানীবাজার উপজেলার পৌর এলাকার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী রাশেদা বেগম (৩৮) ও তাঁর মেয়ে ফারিয়া আক্তার (১৬)। 

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর এওলাটিকর নামক স্থানে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত অবস্থায় বাকিদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে রাশেদা বেগম ও তাঁর মেয়ে ফারিয়া মারা যান। ঘটনার পর থেকে ট্রাক চালক ও অটোরিকশার চালক পলাতক রয়েছে। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়। ট্রাক ও অটোরিকশার চালককে ধরতে পুলিশ অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত