নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফের সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ১০ দফা দাবিতে ২১ জুলাই বেলা ২টায় নগরের রেজিস্টারি মাঠে সমাবেশের ডাক দিয়েছে দলটি।
শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নের লক্ষ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়ে যান। এ সময় জামায়াত নেতারা এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াতের নেতা জামিল আহমদ রাজু, ইয়াসীন খান, আব্দুল খালিক, রবিউল ইসলাম ও জুনেদ আহমদ প্রমুখ।
এসএমপি কার্যালয়ে আবেদন জমা শেষে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ
সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমিরে জামায়াত শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা গতকাল (১৫ জুলাই) রেজিস্টারি মাঠে শান্তিপূর্ণ জনসভা ঘোষণা করেছিলাম। জনসভা সফলের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম। কিন্তু গত শুক্রবার মৌখিকভাবে আমাদেরকে জনসভার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২১ জুলাই রেজিস্টারি মাঠে ফের জসনভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আমরা বিশ্বাস করি প্রশাসন ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করবে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রব আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসভাকে কেন্দ্র করে আমাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ জনসভার আগের দিন রাস্তায় চলাচল করা অবস্থায় আমাদের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুরোনো একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা আশা করছি পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নে সহযোগিতা করবে।’
এ বিষয়ে এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত আবেদন করেছে। আমরা ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলব। নিজেরাও যাচাই-বাছাই করে দেখব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে একই দাবিতে নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশের আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি।
ফের সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছে সিলেট মহানগর জামায়াত। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ১০ দফা দাবিতে ২১ জুলাই বেলা ২টায় নগরের রেজিস্টারি মাঠে সমাবেশের ডাক দিয়েছে দলটি।
শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নের লক্ষ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের কার্যালয়ে যান। এ সময় জামায়াত নেতারা এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াতের নেতা জামিল আহমদ রাজু, ইয়াসীন খান, আব্দুল খালিক, রবিউল ইসলাম ও জুনেদ আহমদ প্রমুখ।
এসএমপি কার্যালয়ে আবেদন জমা শেষে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ
সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমিরে জামায়াত শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা গতকাল (১৫ জুলাই) রেজিস্টারি মাঠে শান্তিপূর্ণ জনসভা ঘোষণা করেছিলাম। জনসভা সফলের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম। কিন্তু গত শুক্রবার মৌখিকভাবে আমাদেরকে জনসভার অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। এর প্রেক্ষিতে গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২১ জুলাই রেজিস্টারি মাঠে ফের জসনভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভা সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। আমরা বিশ্বাস করি প্রশাসন ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করবে।’
জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রব আরও বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জনসভাকে কেন্দ্র করে আমাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অথচ জনসভার আগের দিন রাস্তায় চলাচল করা অবস্থায় আমাদের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুরোনো একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে আটক সবার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। আমরা আশা করছি পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ জনসভা বাস্তবায়নে সহযোগিতা করবে।’
এ বিষয়ে এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত আবেদন করেছে। আমরা ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলব। নিজেরাও যাচাই-বাছাই করে দেখব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে একই দাবিতে নগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে ৫ জুলাই একটি প্রতিনিধি দল ১৫ জুলাই সমাবেশের আবেদন করেছিল। তবে নাশকতার তথ্য থাকায় পুলিশ ১৫ জুলাই সমাবেশের অনুমতি দেয়নি।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার নগরীতে বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার নগরীর নিউমার্কেটসংলগ্ন কাঁচাবাজারে নিত্যপণ্যের সরবরাহের বিষয়ে খোঁজখবর নেন এবং খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন।
৬ মিনিট আগেকক্সবাজারের কুতুবদিয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতা শেখ শহিদুল ইসলাম লালাকে আটক করেছে পুলিশ। তিনি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
৮ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়। শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের
২৭ মিনিট আগেচাঁদপুর জেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারসামগ্রী তৈরি করায় ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
৩৪ মিনিট আগে