Ajker Patrika

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মুনাঈম-লবীব

সিলেট প্রতিনিধি
সভাপতি মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ। ছবি: সংগৃহীত
সভাপতি মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ। ছবি: সংগৃহীত

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শেখ মো. নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহের সুপারিশে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ মেয়াদের সভাপতি ইমরান ইমনের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ মনোনীত হয়েছেন।

কমিটিতে সহসভাপতি শ্রীবাস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আমিন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা, দপ্তর সম্পাদক মিফতা হাসান মনোনীত হয়েছেন।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে শাহ্ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, ফাতেমা আক্তার সোনিয়া, আবু মুহতাদী চৌধুরী, আমিনা ছিদ্দিকা খান, মেহেদি হাসান তানিম, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভকে মনোনীত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত