Ajker Patrika

গোলাপগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে আগুন 

প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২১, ২৩: ৫২
গোলাপগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে আগুন 

গোলাপগঞ্জ (সিলেট): সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যায়নি। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর শহরে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ঘটনাটি ঘটে।

এটিএম বুথে রাতে ডিউটিরত সিকিউরিটি গার্ড মাহমুদুর রহমান বাবলু বলেন, 'আজ ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ বুথের ভেতরে আগুন লেগে যায়। এ সময় ফজরের নামাজের জন্য জায়গার স্বত্বাধিকারী বুথের পাশ দিয়ে যাচ্ছিলেন। আগুন দেখে পিকআপ নিয়ে ফায়ার সার্ভিসের অফিসের দিকে রওনা হন।'

বাবলু আরও বলেন, 'আগুন লাগার সাথে সাথেই আমি দৌড়ে থানায় যাই। থানায় গিয়ে বিদ্যুৎ অফিসে কল দিয়ে সংযোগ বন্ধ করতে এবং ফায়ার সার্ভিসে কল দিতে বলি। ফায়ার সার্ভিস এসে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস আসার আগেই বুথের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।'        
 
গোলাপগঞ্জের ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক চৌধুরী আবুল কালাম পারভেজ জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। হেড অফিস থেকে পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত