Ajker Patrika

জৈন্তাপুরে ৫১০ বোতল ফেনসিডিলসহ নারী আটক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৪, ১৮: ৪৪
Thumbnail image

সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫১০ বোতল ফেনসিডিলসহ শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগম নামে এক নারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান চালিয়ে কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী শাহানা বেগম ওরফে কাঞ্চন বেগমকে ৫১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শাহিদ মিয়া, মুহিবুর রহমান, সহকারী উপপরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুটি বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার করে। এ সময় শাহানা বেগমকে আটক করা হয়। পুলিশ আরও জানায় আটক করা ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ১২ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, পুলিশ বাদী হয়ে শাহানাসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক শাহানা ওরফে কাঞ্চনকে আজ শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত