Ajker Patrika

গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে পৃথক অভিযান পরিচালনা করে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হাতিমনগর হাওরের তুরাগবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

এদিকে এর আগে গত রোববার উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে মাটি কাটায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত