Ajker Patrika

রাস্তায় পড়ে ছিল পল্লী বিদ্যুতের তার, ঈদগাহে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৯: ১৪
Thumbnail image

সিলেটের জৈন্তাপুরে রাস্তায় পড়ে ছিল পল্লী বিদ্যুতের তার। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের লামামহাইল গ্রামে মসজিদে যাওয়ার সময় ছেঁড়া তার স্পর্শে হাসান উদ্দিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

পরে এলাকাবাসী ও স্বজনেরা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর বাবা রহিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার ছিঁড়ে পড়ে ছিল। আজ আনন্দের দিন এভাবে ছেলেকে হারাব কল্পনা করতে পারিনি। আমি বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’ 

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম পার্থ চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, সকাল আটটার দিকে খবর পাই একটি লাইন ছিঁড়ে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়৷ পরবর্তী সময় ছেঁড়া লাইন মেরামত করা হয়েছে। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু খবর পেয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। এলাকাবাসীর অনুরোধে শিশুটির মৃতদেহ জেলা প্রশাসকের অনুমতিতে স্বাজনেরা নিয়ে যায়। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত