Ajker Patrika

হোটেল কর্মচারীর হাতে মারধরের শিকার শাবিপ্রবির এক শিক্ষার্থী 

শাবিপ্রবি প্রতিনিধি
Thumbnail image

সিলেটে এক হোটেল কর্মচারী হাতে মারধরের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই হোটেল ঘেরাও করলে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটিতে তালাবন্ধ করে পুলিশ।

মারধরে শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘সবুজ বাংলা রেস্টুরেন্টে’ শিক্ষার্থী ও হোটেল কর্মচারীর মধ্যে খাবার অর্ডার দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শিক্ষার্থীকে চড় মারেন হোটেল কর্মচারী জহির। এই নিয়ে দু-পক্ষের মধ্যে হাতাহাতির পরিবেশ তৈরি হয়।

মীমাংসা না হওয়ায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ উপস্থিত হয়। তাৎক্ষণিক অভিযুক্ত কর্মচারী ও মালিক পক্ষের কাউকে না পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে রেস্টুরেন্টটি তালা বন্ধ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ছয় কর্মীকে জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে হোটেল মালিক আবুল হোসেনকে কল দিলে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি মীমাংসা করা পর্যন্ত হোটেল তালাবদ্ধ করে চাবি হেফাজতে নেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল বলেন, ‘ঘটনা শোনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ছাত্রকল্যাণ উপদেষ্টাসহ অন্যান্য সিনিয়র শিক্ষক সরেজমিনে উপস্থিত হই। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরের ঘটনা তাই পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে। রেস্টুরেন্টটি পুলিশ তালাবন্ধ করে দিয়েছে।’

এ নিয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য আমরা ছয়জন কর্মচারীকে থানায় নিয়ে এসেছি। সিসি ফুটেজ দেখে ঘটনাটি তদন্ত করা হবে। আপাতত কারও বিরুদ্ধে মামলা করা হয়নি। আমরা হোটেল সিলগালা করতে পারি না। তবে বিষয়টি মীমাংসা করা পর্যন্ত হোটেল তালা মারা থাকবে। যার চাবি আমাদের হেফাজতে আছে।’

এদিকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হোটেল মালিক পক্ষের মধ্যে মীমাংসার জন্য আলোচনা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত