Ajker Patrika

হবিগঞ্জ ৪: নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী মাহবুব আলীকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

নির্বাচনী সমাবেশের কারণে রাস্তা ও যান চলাচল বন্ধ হওয়ায় হবিগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান কমিটি স্ব-উদ্যোগে বিষয়টি উদ্‌ঘাটন করে এই শোকজ দেয়।

অনুসন্ধান কমিটির কাছে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ ৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।

উল্লেখ্য, এর আগে নির্বাচন অনুসন্ধান কমিটি দুবার এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে শোকজ করে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি হবিগঞ্জ-৪ কার্যালয়ের পাঠানো কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, ২ জানুয়ারি মঙ্গলবার বিকেল থেকে চুনারুঘাট শহরের মধ্যবাজারে রাস্তার ওপর এক নির্বাচনী জনসমাবেশ করেন নৌকার প্রার্থী মাহবুব আলী। এ সময় বাজারের পূবালী ব্যাংকের সামনের মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। রাস্তা দখল করে অনুষ্ঠিত এই জনসমাবেশের কারণে চুনারুঘাট থেকে আসামপাড়া হয়ে বাল্লা স্থলবন্দর এবং চুনারুঘাট থেকে জগদীশপুরগামী যানবাহন ও মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি-০৬ (ঘ) ভঙ্গ করা হয়েছে বলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে মনে হয়েছে।

এই প্রার্থী নিজে বা তাঁর একজন প্রতিনিধির মাধ্যমে কমিটির কার্যালয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত