Ajker Patrika

ফুটবল খেলা নিয়ে মাধবপুরে ২ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
ফুটবল খেলা নিয়ে মাধবপুরে ২ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকির হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। জাকির সুন্দাদিল গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সম্বতপুর গ্রামের কয়েকজন তরুণ একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত শনিবার বিকেলে এই খেলা নিয়ে সম্বতপুর গ্রামের সঙ্গে একই উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের লোকজনের কথা-কাটাকাটি হয়। ওই দিন রাতে সম্বতপুর গ্রামের মন্নর আলী ও তার ভাতিজা গিয়াস উদ্দিন স্থানীয় দিঘিরপাড় বাজারে গেলে সুন্দাদিল গ্রামের লোকজন তাঁদের মারপিট করে। এর জের ধরে পরদিন রোববার দুপুরে উভয় গ্রামের বাসিন্দারা সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সম্বতপুর গ্রামের আহত মন্নর আলী জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। তিনি ও আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান দু'পক্ষকে শান্ত করেছেন।

এ প্রসঙ্গে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। থানায় কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত