Ajker Patrika

শাবিপ্রবি ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ২০: ০৭
Thumbnail image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক সজীবুর রহমানের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোবরাব (১৭ মার্চ) সকালে ফেসবুকে ‘জালাল উদ্দীন’ নামের এক ফেসবুক আইডি থেকে এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি আজকের পত্রিকার হাতে এসেছে।   

এদিকে দীর্ঘ পাঁচ বছর পর আবারও শাবিপ্রবিতে ১৯ মার্চ ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুঞ্জন উঠছে শিগগিরই কমিটি পেতে যাচ্ছে নেতৃত্বশূন্য শাবিপ্রবি ছাত্রলীগ। এরই মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিও বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়। 

ভাইরাল হওয়া দুটি ভিডিওর মধ্যে একটি ১৩ সেকেন্ড ও অপরটি ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও। ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সজীবুর রহমান হলের মেঝেতে বসে হাতে একটি সরু কাগজে নেশাজাতীয় দ্রব্য সেবনের জন্য প্রস্তুত করছেন। অপর ভিডিও ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাহপরান হলের রুমের মধ্যে খাটের ওপর বসে আছেন সজীবুর রহমান। তার সামনে কাচের গ্লাসে নীল পানীয় পরিবেশন করা হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওটি নিজের নয় দাবি করে মো. সজীবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ভিডিও আমার না। এটা আরেকজনের ভিডিও। আমার চেহারার সঙ্গে সেই চেহারার মিল নেই।’ 

সাবেক উপদপ্তর সম্পাদক মো. সজীবুর রহমান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনীতি করেন। 

আসন্ন কমিটির নেতৃত্বে সজীবুর রহমান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। বর্তমানে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মিসভা, আসন্ন কমিটি, ক্যাম্পাসে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব। এর মাঝে ভাইরাল হওয়া এই ভিডিও বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত