Ajker Patrika

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২ 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২ 

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাছ বোঝাই পিকআপ ও সিমেন্টের ট্রাকের সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেন। 
 
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপ চালক হৃদয় মিয়া (২৬) ও শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পূর্ব নোয়াগাও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া (২৪)। 

পুলিশ জানায়, সকালে সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছালে সিলেটগামী সিমেন্টের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত