Ajker Patrika

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়তে এগিয়ে এল স্টেপ অ্যাহেড বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯: ৩৪
Thumbnail image

তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল গড়া ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ এবং আইওএমের (আইটি অ্যান্ড এডুকেশন) আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। 

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বুধবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টু, কুলাউড়া উপজেলার সহকারী প্রোগ্রামার সেলিম বাবু, সফি আহমদ চৌধুরী জুয়েল প্রমুখ। 

অতিথিরা তাঁদের বক্তব্যে স্টেপ অ্যাহেড বাংলাদেশের এ ধরনের সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির পক্ষে ওয়াসিক আহনাফ চৌধুরী, আদিব আহনাফ চৌধুরী এবং আইওএমের শাকিল চৌধুরী। 

উল্লেখ্য, স্কুলের শিশু-কিশোরদের নিজেদের গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশ। এটি সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলায় বিনা মূল্যে এ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত