প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ, (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জে হাঁসের খামারে মেছোবাঘের আক্রমণে ৫৩০টি হাঁস মারা গেছে। উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। খামারের সবকটি হাঁস মারা যাওয়ায় পথে বসেছেন খামারি ছাখন মিয়া।
জানা যায়, দশ বছর ধরে নিজ বাড়িতে হাঁসের খামার করে নিজের সংসার চালান ছাখন মিয়া। হাঁসের ডিম বিক্রি করে সংসারের যাবতীয় খরচসহ হাঁসের খাবার কিনতেন। প্রথমে ৫০টি হাঁস দিয়ে খামার শুরু করলে দিনে দিনে খামারে হাঁসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাবুল মিয়া, আব্দুল হালিম ও সবুজ আহমদ জানান, গত বৃহস্পতিবার ভোরে খামারে এসে ছাখন মিয়া দেখতে পান সব কটি হাঁস মৃত পড়ে আছে। চোখের সামনে নিজের লালন-পালন করা মৃত হাঁস দেখে কান্নায় ভেঙে পড়েন ছাখন। মৃত সব কটি হাঁসের গলায় কামড়ের দাগ দেখা যায়।
ছাখন মিয়া বলেন, `আমি গরিব মানুষ। খামার হলো আমার সম্বল। মেছোবাঘের কামড়ে আমার খামারের সব হাঁস মারা গেছে। এখন আমি কী করব বলে' কান্নায় ভেঙে পড়েন তিনি।
ফেঞ্চুগঞ্জ, (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জে হাঁসের খামারে মেছোবাঘের আক্রমণে ৫৩০টি হাঁস মারা গেছে। উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। খামারের সবকটি হাঁস মারা যাওয়ায় পথে বসেছেন খামারি ছাখন মিয়া।
জানা যায়, দশ বছর ধরে নিজ বাড়িতে হাঁসের খামার করে নিজের সংসার চালান ছাখন মিয়া। হাঁসের ডিম বিক্রি করে সংসারের যাবতীয় খরচসহ হাঁসের খাবার কিনতেন। প্রথমে ৫০টি হাঁস দিয়ে খামার শুরু করলে দিনে দিনে খামারে হাঁসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাবুল মিয়া, আব্দুল হালিম ও সবুজ আহমদ জানান, গত বৃহস্পতিবার ভোরে খামারে এসে ছাখন মিয়া দেখতে পান সব কটি হাঁস মৃত পড়ে আছে। চোখের সামনে নিজের লালন-পালন করা মৃত হাঁস দেখে কান্নায় ভেঙে পড়েন ছাখন। মৃত সব কটি হাঁসের গলায় কামড়ের দাগ দেখা যায়।
ছাখন মিয়া বলেন, `আমি গরিব মানুষ। খামার হলো আমার সম্বল। মেছোবাঘের কামড়ে আমার খামারের সব হাঁস মারা গেছে। এখন আমি কী করব বলে' কান্নায় ভেঙে পড়েন তিনি।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৫ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১৭ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৩ মিনিট আগে