Ajker Patrika

দুর্নীতিতে ‘দুর্বার’ সেই প্রকৌশলীর বদলি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
বদলি করা প্রকৌশলী মো. ফজলে রব্বে। ছবি: সংগৃহীত
বদলি করা প্রকৌশলী মো. ফজলে রব্বে। ছবি: সংগৃহীত

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বেকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমডিটি লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক আবু সাঈদ মো. নাজমুল হুদাকে।

ফজলে রব্বেকে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরসংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সংরক্ষিত (সিভিল) পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়।

গতকাল বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (সওজ সংস্থাপন-১) রাসেল মনজুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বর্ণিত কর্মকর্তারা আগামী ৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় সেদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে। উপসচিব রাসেল মনজুর আজকের পত্রিকাকে বদলির বিষয়টি নিশ্চিত করেছন।

এর আগে, গত ২৮ অক্টোবর ‘দুর্নীতিতে “দুর্বার” প্রকৌশলী ফজলে রব্বে’ শিরোনামে আজকের পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পর সংবাদটি নিয়ে সম্পাদকীয়ও ছাপা হয়। বিষয়টি সওজ কর্তৃপক্ষের নজরে পড়লে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত