Ajker Patrika

হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় আগুনে নারী শ্রমিকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ২১: ০৩
হবিগঞ্জে প্রাণ চিপসের কারখানায় আগুনে নারী শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের কারখানায় আগুনে এক নারী শ্রমিক মারা গেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস উৎপাদন ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩ নম্বর ভবনের প্রাণ চিপস লাইনে হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দেব বলেন, ‘বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ 

প্রাণ-আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণের উপব্যবস্থাপক (প্রশাসন) পারভেজ আহমেদ বলেন, ‘আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত