সিলেট প্রতিনিধি
সিলেটে এবার প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবৈধ ভারতীয় চিনিভর্তি ৬টি ট্রাক আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয়টি ট্রাকের মধ্যে আনুমানিক ১ লাখ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় ওই ট্রাকগুলোতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ট্রাকগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পাবনার সুজানগরের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), রাজশাহীর চারঘাটের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর সদরের মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদরের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২) ও মো. সিরাজ সিরাইর ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।
এদিকে, একই সময় শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেটে পুলিশের চেকপোস্ট দেখে একটি গাড়ি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর দিকে চালিয়ে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে আটকায়। হলুদ রঙের ওই ট্রাকের ভেতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।
তখন ওই ট্রাকচালক পাবনা সদরের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সহকারী ওই এলাকার জাহান শেখের ছেলে শাকিল শেখকে (২০) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের পলাতক সালমান (৩০) বলে জানায়।
অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দরবাজারের কালিঘাটের কালিমন্দিরের পার্শ্ববর্তী গলিতে থাকা একটি পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করে কোতোয়ালী থানা পুলিশ। যেগুলোর বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি ছিল। এই পিকআপটি নীল ও সাদা রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি রেখে গাড়িটির চালক এবং অপর একজন আসামি দৌড়ে পালিয়ে যায়।
সিলেটে এবার প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবৈধ ভারতীয় চিনিভর্তি ৬টি ট্রাক আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয়টি ট্রাকের মধ্যে আনুমানিক ১ লাখ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় ওই ট্রাকগুলোতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ট্রাকগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পাবনার সুজানগরের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), রাজশাহীর চারঘাটের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর সদরের মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদরের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২) ও মো. সিরাজ সিরাইর ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।
এদিকে, একই সময় শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেটে পুলিশের চেকপোস্ট দেখে একটি গাড়ি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর দিকে চালিয়ে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে আটকায়। হলুদ রঙের ওই ট্রাকের ভেতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।
তখন ওই ট্রাকচালক পাবনা সদরের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সহকারী ওই এলাকার জাহান শেখের ছেলে শাকিল শেখকে (২০) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের পলাতক সালমান (৩০) বলে জানায়।
অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দরবাজারের কালিঘাটের কালিমন্দিরের পার্শ্ববর্তী গলিতে থাকা একটি পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করে কোতোয়ালী থানা পুলিশ। যেগুলোর বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি ছিল। এই পিকআপটি নীল ও সাদা রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি রেখে গাড়িটির চালক এবং অপর একজন আসামি দৌড়ে পালিয়ে যায়।
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে পুষ্টিহীনতার চিত্র এখনো উদ্বেগজনক। দেশে প্রায় ৩০ দশমিক ৭ শতাংশ শিশু খর্বাকৃতির, ৮ দশমিক ৪ শতাংশ অপুষ্টিজনিত ক্ষয়রোগে (ওয়েস্টিং) এবং ২১ দশমিক ৮ শতাংশ শিশু ওজনস্বল্পতায় ভুগছে। খর্বাকৃতি ও ওজনস্বল্পতার হার শহর ও গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে উল্লেখযোগ্যভাবে
২০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মাহমুদ আল জামানের বিরুদ্ধে রেজিস্ট্রার শাখার এক কর্মকর্তাকে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওই কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত
৩৯ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় ডিশ ব্যবসা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে মো. ফাহিম (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রদল নেতা সজীব হাসানসহ তিন নেতা-কর্মী আসামি হয়েছেন। এ ঘটনায় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
৪১ মিনিট আগেযশোরের চৌগাছায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৩ দিন পর থানায় মামলা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভুক্তভোগী ওই নারী চৌগাছা থানায় মামলা করেছেন। ১ আগস্ট দুপুরে চৌগাছা উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।
৪২ মিনিট আগে