সিলেট প্রতিনিধি
সিলেটে এবার প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবৈধ ভারতীয় চিনিভর্তি ৬টি ট্রাক আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয়টি ট্রাকের মধ্যে আনুমানিক ১ লাখ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় ওই ট্রাকগুলোতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ট্রাকগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পাবনার সুজানগরের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), রাজশাহীর চারঘাটের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর সদরের মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদরের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২) ও মো. সিরাজ সিরাইর ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।
এদিকে, একই সময় শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেটে পুলিশের চেকপোস্ট দেখে একটি গাড়ি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর দিকে চালিয়ে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে আটকায়। হলুদ রঙের ওই ট্রাকের ভেতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।
তখন ওই ট্রাকচালক পাবনা সদরের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সহকারী ওই এলাকার জাহান শেখের ছেলে শাকিল শেখকে (২০) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের পলাতক সালমান (৩০) বলে জানায়।
অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দরবাজারের কালিঘাটের কালিমন্দিরের পার্শ্ববর্তী গলিতে থাকা একটি পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করে কোতোয়ালী থানা পুলিশ। যেগুলোর বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি ছিল। এই পিকআপটি নীল ও সাদা রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি রেখে গাড়িটির চালক এবং অপর একজন আসামি দৌড়ে পালিয়ে যায়।
সিলেটে এবার প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চিনিসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত সাতটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার ভোরে অবৈধ ভারতীয় চিনিভর্তি ৬টি ট্রাক আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছয়টি ট্রাকের মধ্যে আনুমানিক ১ লাখ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ সময় ওই ট্রাকগুলোতে থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে ওই ট্রাকগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পাবনার সুজানগরের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), রাজশাহীর চারঘাটের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর সদরের মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদরের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২) ও মো. সিরাজ সিরাইর ছেলে মো. হাফিজুর রহমান (২৮)।
এদিকে, একই সময় শাহপরাণ (রহঃ) থানা এলাকার সুরমা গেটে পুলিশের চেকপোস্ট দেখে একটি গাড়ি বিপরীত দিকে ঘুড়িয়ে দ্রুত গতিতে বটেশ্বর দিকে চালিয়ে যেতে থাকে। তখন পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে আটকায়। হলুদ রঙের ওই ট্রাকের ভেতরে পলিথিনের ত্রিপল দিয়ে মোড়ানো ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেগুলোর প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৯ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা।
তখন ওই ট্রাকচালক পাবনা সদরের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও সহকারী ওই এলাকার জাহান শেখের ছেলে শাকিল শেখকে (২০) আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের পলাতক সালমান (৩০) বলে জানায়।
অপরদিকে, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দরবাজারের কালিঘাটের কালিমন্দিরের পার্শ্ববর্তী গলিতে থাকা একটি পিকআপ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি আটক করে কোতোয়ালী থানা পুলিশ। যেগুলোর বাজারমূল্য ৩ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে চিনি ছিল। এই পিকআপটি নীল ও সাদা রঙের ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় পেয়ে উদ্ধার করা হয়। এ সময় পিকআপটি রেখে গাড়িটির চালক এবং অপর একজন আসামি দৌড়ে পালিয়ে যায়।
গত মঙ্গলবার কারখানাটির ১১৬ জন শ্রমিকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। পরে শ্রম আইন অনুযায়ী তাঁদের সবার পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধবার ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়।
১ মিনিট আগেশিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়াসহ ১১ কর্মকর্তা পদত্যাগ করেছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৩০ মিনিট আগেপাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার দূরে পূর্বে জগতলা গ্রামে এ ঘটনা ঘটে। ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
৩৫ মিনিট আগেরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর কাচরন্দ এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় লোকজন।
৪০ মিনিট আগে