Ajker Patrika

গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও চা-পাতা আটক

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও চা-পাতা আটক

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পৃথক অভিযানে ৮৭১ বস্তা ভারতীয় চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলংয়ের রাধানগর ও তামাবিল এলাকায় এ অভিযান পরিচালনা করে। 

আজ সোমবার সকালে একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন প্রতাপপুর বিওপি ও তামাবিল বিওপির দায়িত্বে থাকা সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩ হাজার ৫৫০ কেজি অর্থাৎ ৮৭১ বস্তা ভারতীয় চিনি এবং এক হাজার ৫৪৮ কেজি ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা। এর মধ্যে প্রতাপপুর সীমান্তের রাধানগর বাজার থেকে চিনি এবং তামাবিল সীমান্ত থেকে চিনি ও চা পাতা জব্দ করা হয়।

তামাবিল সীমান্তে অভিযান চালিয়ে আটক করা ভারতীয় চিনি ও চা পাতা। ছবি: সংগৃহীতসিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও চা-পাতা আটক করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত