Ajker Patrika

সিলেটে ২ হাজার টাকার বেশি পাচ্ছেন না সোস্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

সিলেট প্রতিনিধি
সিলেটে ২ হাজার টাকার বেশি পাচ্ছেন না সোস্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকেরা

সিলেটে ব্যাংকে টাকা না পেয়ে হতাশ হয়ে ব্যাংক ছাড়ছেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহকেরা। যারা টাকা পাচ্ছেন, তাঁরাও ২ হাজার টাকার বেশি পাচ্ছেন না। আজ রোববার সিলেটের ব্যাংকটির দুটি শাখায় গিয়ে এমন অবস্থা দেখা যায়।

সরেজমিন দেখা যায়, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের টুকের বাজার ব্রাঞ্চে ব্যাংকের গ্রাহকেরা এদিক-ওদিক হাঁটছেন। তাঁদের বোঝানোর চেষ্টা করছেন ব্যাংকের ম্যানেজার মো. সোহাগ রানা। তবুও গ্রাহকেরা বুঝতে চাচ্ছেন না তাঁর কথা। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ ৫ লাখ টাকা তুলতে আসলেও দিচ্ছে ২ হাজার টাকা। আবার কেউ ২০ হাজার টাকা তুলতে আসলেও পাচ্ছেন ২ হাজার। এ নিয়ে তাদের মধ্যে বিরাজ করছে হতাশা আর ক্ষোভ।

সেখানে কথা হয় মাহিম নামে এক গ্রাহকের সঙ্গে। তিনি বলেন, ‘ব্যাংকে আমার ২ লাখ টাকা জমা রাখা। আগে আরও ছিল। এখন ব্যাংকে এসে প্রয়োজনমতো টাকা তুলতে পারছি না। ২ হাজার টাকা ছাড়া তাঁরা দিচ্ছে না। এখন আমার প্রয়োজন মেটাতে প্রতিদিন ২ হাজার টাকা করে তুলে অন্য ব্যাংকে রাখছি।’

ওই ব্রাঞ্চের ম্যানেজার মো. সোহাগ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে কোনোপ্রকার সহযোগিতা না পাওয়ায় আজ আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখন গ্রাহকদের এই ২ হাজার টাকা করে দিয়ে কোনোভাবে বুঝ দেওয়া যাচ্ছে না। গ্রাহকেরা আমাদের সহযোগিতা না পেয়ে হতাশ। আমরা চেষ্টা করছি।’

ব্যাংকটির আম্বরখানা ব্রাঞ্চে গিয়েও দেখা যায় একই অবস্থা। সেখানে কথা হয় মারুফা বেগম নামে এক গ্রাহকের সঙ্গে। তিনি বলেন, ‘আমার ছেলেকে বাইরে পাঠানোর জন্য রাখা টাকা থেকে আজ ৫ লাখ তুলতে গেলে বলে ২০ হাজারের ওপরে তুলতে পারব না। এখন কোনোরকমে অসুবিধা এসব বলে মাত্র ৩০ হাজার টাকা তুলছি। এ রকম সমস্যা হলে আমরা আর ব্যাংকে কীভাবে টাকা রাখব।’

সেখানকার ম্যানেজার আশরাফুল হুদা বলেন, ‘আমরা চেষ্টা করছি গ্রাহকদের টাকা দিতে। কিন্তু, সমস্যা থাকার কারণে আমরা ২০-৩০ হাজারের চেয়ে বেশি দিতে পারছি না। অন্যান্য শাখার গ্রাহকরাও এখানে আসছেন সেখানে টাকা না পেয়ে। আগে আমরা আমাদের শাখার গ্রাহকদের দিচ্ছি টাকা। কয়েক মাস না গেলে এই সমস্যার সমাধান হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত