Ajker Patrika

হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড 

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড 

হবিগঞ্জের মাধবপুরে পল্লি চিকিৎসক আফজালুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের রফিজ উদ্দিন, আজিজুর রহমান ও আক্তার মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

বাদী পক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক আফজালুর রহমানের সঙ্গে আসামিদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে ধরা ছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে মারা যান আফজালুর রহমান। 

পরদিন ২২ মার্চ নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত