Ajker Patrika

কালবৈশাখীতে ডাল ভেঙে পড়া বসন্তবৌরি প্রাধিকারে হস্তান্তর 

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ১৫: ১৮
কালবৈশাখীতে ডাল ভেঙে পড়া বসন্তবৌরি প্রাধিকারে হস্তান্তর 

সিলেট নগরীর হাউজিং এস্টেটের আবাসিক এলাকায় কালবৈশাখীতে পড়ে যাওয়া বসন্তবৌরি পাখিটি উদ্ধার করা হয়েছে। পাখিটি গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন প্রাধিকারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত মঙ্গলবার বিকেলে কালবৈশাখীতে ওই এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে যায় পাখিটি।

জানা গেছে, ঝড়ের তাণ্ডবে কাঁঠালের ডাল পড়ে রাস্তায়। এ সময় দুটি বসন্তবৌরি পড়ে থাকতে দেখা যায়। দোতালার বারান্দা থেকে পাখি দুটি দেখতে পায় বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে আয়রা আমারা চৌধুরী। এ সময় শিশুটি পাখি উদ্ধারে নিচে নামতে নামতে একটা পাখি নিয়ে দৌড়ে চলে যায় এক পথচারী। একটি আহত পাখি পায় আয়রা। পায়ে চোট পাওয়া পাখিটি ঘরে নিয়ে আসে সে।

এক দিন পরিচর্যার পর আহত পাখিটিকে গতকাল প্রাধিকারের কাছে হস্তান্তর কো হয়। আহত বসন্তবৌরিটি প্রাধিকারের পক্ষে গ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা ভেটেরিনারি সার্জন ও সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়।

আব্দুল করিম কিম আজকের পত্রিকাকে বলেন, বসন্তবৌরিকে বসন্তকালেই বেশি দেখা যায়। এই পাখি ঝড়ের কারণে হয়তো কাঁঠালগাছের খোঁড়লে আশ্রয় নিয়েছিল। কিন্তু ঝড়ে ডাল ভেঙে পড়ায় পাখিটি পায়ে চোট পায়। চিকিৎসা শেষে প্রাধিকারের কর্মীরা পাখিটিকে প্রকৃতিতে অবমুক্ত করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত