Ajker Patrika

সিলেটে চোরাই মালামালের পিকআপ ধাওয়াকালে বিজিবি সদস্য আহত

সিলেট প্রতিনিধি
জব্দ করা মালামাল। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা মালামাল। ছবি: আজকের পত্রিকা

সিলেটে চোরাই মালামাল বহনকারী পিকআপ ধাওয়াকালে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলায় এ ঘটনা ঘটে।

আহত ওই বিজিবি সদস্য হলেন সিপাহি মো. সিহাব ইসলাম রাব্বি। তিনি কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপিতে কর্মরত।

বিজিবি জানায়, আজ মঙ্গলবার দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩১০ থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দল কর্তৃক একটি পিকআপকে থামানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু, পিকআপচালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চলে যান। তখন বিজিবি টহল দল মোটরসাইকেলে ওই পিকআপটিকে ধাওয়া করলে দ্রুত গতিতে চলা পিকআপটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন কাঠের স মিলের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়ির চালক পিকআপটি ফেলে পালিয়ে যান।

ওই পিকআপ থেকে বিজিবি টহল দল অবৈধ চোরাচালানি মালামাল চা-পাতা জব্দ করে। ধাওয়াকালীন বিজিবি টহল সদস্য সিপাহি মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে কেটে যায়। তাঁকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, আহত ওই সৈনিকের অবস্থা ভালো আছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসমূহ এবং পিকআপটি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত