Ajker Patrika

‘অতিরিক্ত গতি’: হবিগঞ্জে হিরো আলমের গাড়ি আটকে ২৫০০ টাকা জরিমানা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৫
Thumbnail image

‘অতিরিক্ত গতিতে’ গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ জরিমানা করে হাইওয়ে থানা-পুলিশ। 

হাইওয়ে থানা-পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে গাড়ি নেওয়ার জন্য আসছিলেন হিরো আলম। পথে শায়েস্তাগঞ্জ থানার উলুকান্দি রেল গেট এলাকায় আসলে উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ হিরো আলমের গাড়ি আটক করে। গাড়ির কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

হিরো আলমের গাড়ির ড্রাইভার আব্দুর রহমান জানান, পরিচয় দেওয়ার পরও পুলিশ তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করেছে। 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া বলেন, ‘শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ নিয়মিত ডিউটি হিসেবে তল্লাশির সময় মঙ্গলবার দুপুরে হিরো আলমের গাড়িটি আটক করা হয়। পরে কাগজপত্র সঠিক পেলেও অতিরিক্ত গতি থাকার কারণে মামলা দিয়ে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।’ 

আইনানুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেখে জরিমানা করা হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত