Ajker Patrika

ওয়াজ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৫: ৪২
ওয়াজ থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ছুরিকাঘাতে আতিকুল ইসলাম মিশু (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে এ ঘটনা ঘটে। মিশু ওই ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের শামসুল হকের ছেলে। সে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল ও কলেজ মাঠে ওয়াজ শুনতে যায় মিশু ও তারেক। সেখান থেকে রাত দেড়টায় তারা বাড়ি ফিরছিল। পথে বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের শিমুল মিয়াসহ (২২) কয়েকজন মিশু ও তারেককে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মিশুর মৃত্যু হয়। তারেক আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারেক একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের এক তরুণীর সঙ্গে তারেকের প্রেমের সম্পর্ক ছিল। শিমুল ওই তরুণীর সঙ্গে প্রেমে ব্যর্থ হলে তারেকের প্রতি ক্ষিপ্ত হন। তারেক ও মিশু ওই রাতে ওয়াজ শুনতে গেলে শিমুল তাদের মারার জন্য দলবল নিয়ে ওত পেতে থাকেন। পূর্বপরিকল্পিতভাবে তাঁরা হামলা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত