Ajker Patrika

সিলেট সিটি করপোরেশন: কাউন্সিলর আফতাবের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২১: ৪২
সিলেট সিটি করপোরেশন: কাউন্সিলর আফতাবের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিসিক নির্বাচনে ওই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রসহ মহড়ার মামলায় আফতাবের জামিন নামঞ্জুর করেন আদালত। 

আজ সোমবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের কাছে জামিন আবেদন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের এই নেতা। পরে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আফতাব হোসেন খানের আইনজীবী আব্দুর রহমান আফজল এ তথ্য নিশ্চিত করেন। আফতাব এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে এসে পুনরায় জামিনের আবেদন করেন। 

এদিকে ওই ঘটনার ৪৮ দিনেও মহড়ায় প্রদর্শিত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। আফতাব ছাড়াও এ মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন জানান, আসামিদের রিমান্ডে নিয়ে যেসব তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই চলছে। তবে এখনো অস্ত্র উদ্ধার করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত