Ajker Patrika

সিলেট সিটি নির্বাচন: দলীয় প্রার্থীর জয় আনতে ঐক্যবদ্ধ জাপা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৪৩
সিলেট সিটি নির্বাচন: দলীয় প্রার্থীর জয় আনতে ঐক্যবদ্ধ জাপা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয়ের লক্ষ্যে এককাট্টা জাতীয় পার্টি (জাপা)। লাঙল প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে দলটির জেলা ও মহানগর শাখা। সর্বসম্মতিক্রমে দলটির কেন্দ্রীয় ও সিলেটের নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ৬১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি।

ঐক্যবদ্ধ হওয়া উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের আয়োজনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় নগরের গোটাটিকর বিসিক শিল্পনগরীর একটি কনফারেন্স রুমে এই সভা হয়।

জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক উসমান আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও মহানগর জাপার সদস্যসচিব আব্দুস শহীদ লস্কর বশিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মো. আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলার আহ্বায়ক সাব্বির আহমদ, লাঙল প্রতীকের মেয়র প্রার্থী জাপার কেন্দ্রীয় সদস্য ও মহানগর জাপার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, আলতাফুর রহমান আলতা, আলী হোসেন সরকার, মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বারাকাত।

সভায় সময় উপস্থিত ছিলেন মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সুফিয়ান আহমদ, মুরাদ আহমদ শাহীন, আব্দুল হান্নান রুমন, জেলা যুব সংহতির আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, সদস্যসচিব শাহান উদ্দিন রাজু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তপাদার, জাতীয় ছাত্র সমাজের সিলেট জেলা শাখার আহ্বায়ক আফজাল হোসেন মান্না, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব ইমরান আহমদ, যুব সংহতি নেতা জাহাঙ্গীর আলম, আখতার হোসেন, বুলবুল আহমদ, মামুনুর রশীদ, মহানগর তরুণ পার্টির আহ্বায়ক এ এস এম হাসান খান, সালিক আহমদ, মুমিন আহমদ জাকু, আফতাব হোসেন, ছদর উদ্দিন, নোমান শরীফ, সুমন প্রমুখ।

সভায় জাতীয় পার্টির নেতাদেরকে নিয়ে ৬১ সদস্যবিশিষ্ট সিলেট সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আব্দুল্লাহ সিদ্দিকীকে প্রধান সমন্বয়ক করে গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সদস্যসচিব হিসেবে মহানগর জাপার সদস্যসচিব আব্দুস শহীদ লস্কর বশির ও কোষাধ্যক্ষ হিসেবে আব্দুস শহীদের নাম উল্লেখ করা হয়। বাকি ৬৭ জনের নাম পরবর্তীতে জানানো হবে। একই সভায় সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ড জাপা ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের সমন্বয়ে ৭টি নির্বাচন পরিচালনা উপকমিটিও গঠন করা হয়েছে।

এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে দলীয় প্রার্থীকে ব্যতিরেকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে জনসভায় ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর বহিষ্কার ও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত