Ajker Patrika

মৌলভীবাজারে সড়কে ঝরল দুই প্রাণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে সড়কে ঝরল দুই প্রাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘন কুয়াশার কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন। আজ শনিবার সকাল ৯টার দিকে শহরতলির ঢাকা-মৌলভীবাজার সড়কের জিলাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল সাঁতগাও হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রাকিব আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলমুখী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগামী একটি গাড়ি। এ সময় চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতাবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যান শ্রীমঙ্গল ভুনবীরের অটোরিকশা চালক আলী আকবর (৩৫)। একই সঙ্গে মৌলভীবাজার থেকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই এলাকার অটোরিকশার যাত্রী সালেহ উদ্দিন (৪০)। 

সালেহ উদ্দিনের মামা শ্রীমঙ্গলের চা ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলবুল জানান, সকালের দিকে শ্রীমঙ্গলে খুবই কুয়াশা পড়ে। সকাল ৯টার দিকে তিনি শ্রীমঙ্গলে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান জমজম ফার্মেসিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীতগামী একটি গাড়ি তাঁদের সিএনজিকে চাপা দেয়। তবে কুয়াশার কারণে চাপা দেওয়া গাড়ি চেনা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত