Ajker Patrika

মৌলভীবাজারে সম্মাননা পেলেন ১৪ জন গুণী

মৌলভীবাজারে সম্মাননা পেলেন ১৪ জন গুণী

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা পেয়েছেন ১৪ জন ব্যক্তি ও একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমি ভবনে ২০১৯, ২০২০, ২০২১ সম্মাননা অনুষ্ঠিত হয়। 

গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। 

বিশেষ অতিথি ছিলেন নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। 

২০১৯ সালের সম্মাননা পেয়েছেন সৃজনশীল সংস্কৃতি গবেষক সৈয়দ মোহিবুল আমীন, নাট্যকলায় নাট্যকার আব্দুল মতিন, কণ্ঠসংগীতে তৃপ্তা চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার, আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে কমলকলি চৌধুরী রকেট। 

২০২০ সালের লোকসংস্কৃতিতে সম্মাননা পেয়েছেন গীতশ্রী চন্দ্রমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী। 

২০২১ সালের লোকসংস্কৃতিতে মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় তপন চৌধুরী, নৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী ও স্থিরচিত্র শিল্পী হিসেবে (ফটোগ্রাফি) রণজিৎ দত্ত জনি সম্মাননা পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত