Ajker Patrika

সিলেটে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একটি মুহূর্তের ছবি। ছবি: সংগৃহীত
সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একটি মুহূর্তের ছবি। ছবি: সংগৃহীত

সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানের খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার ও গভর্নিং বডির চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলি ও সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা একটি অপরিহার্য মাধ্যম। খেলায় জয় পরাজয় বড় কথা নয়—অংশগ্রহণই বড়। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, তোমাদের এ সুস্থ প্রতিযোগিতা অব্যাহত থাকবে এবং নিজেকে খেলাধুলার মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করতে সক্ষম হবে।’

সকাল সাড়ে ৯টায় বিজিবি-১৯ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এমদাদুল হক আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারের সহধর্মিণী সুরভি সুলতানা, বিজিবি-১৯ এর অধিনায়ক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির কো-চেয়ারম্যান লে. কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, বিজিবির-৪৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, বিজিবি সিলেট সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর গাজী মুহাম্মদ সালাহউদ্দিন এবং তাঁর সহধর্মিণী তাসনিম জাহান।

এ ছাড়া উপস্থিত ছিলেন—গভর্নিং বডির সদস্যবৃন্দ, অতিথিবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত