Ajker Patrika

সীমান্তে ভারতীয় গরু ও মহিষসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা
বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গরু, মহিষসহ প্রায় কোটি টাকার অধিক চোরাচালানের মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

জানা গেছে, আজ সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছানাকান্দি বিওপি এবং ডিবির হাওর স্পেশাল ক্যাম্প এই অভিযান চালায়।

বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা
বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বাসমতী চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদি, চকলেট, ট্যাং, শুঁটকি, সাবান, সুপারি এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪ হাজার ৮৭৫ টাকা।

বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা
বিজিবির অভিযানে জব্দকৃত মালপত্র। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানকারী কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত