Ajker Patrika

হবিগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষ অন্তঃসত্ত্বা নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯: ৫৮
হবিগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষ অন্তঃসত্ত্বা নারী নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর ৩ বছর বয়সী সন্তান আহত হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। এ সময় মিতু আক্তারের শিশুকন্যাসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মিতু আক্তার হবিগঞ্জ থেকে ডাক্তার দেখানো শেষ করে সিএনজি অটোরিকশায় চেপে বাড়ি ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তারের মৃত্যু হয়। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত