নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জে রাস্তায় দাঁড়ানো খালি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
নিহত তিন বন্ধু হলেন, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) এবং সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিন বন্ধু। পথে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনের দিকে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সোনাসার রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে দুর্ঘটনায় আহত অপর বন্ধু দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘তারা তিন বন্ধু একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা করেছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়ানো ট্রাক্টরের পেছন দিকে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর আটক রয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, রাতের বেলায় জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসসহ ছোট বড় যানবাহন দাঁড় করিয়ে রাখায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে খলাছড়া ইউপির মাদারখাল গ্রামের তিন বন্ধু ও বিয়ানীবাজার উপজেলার একজনসহ মোট চারজন নিহত হন। চারজনের মৃত্যুর শোক কেটে ওঠার আগে আবারও সড়কে তিনজনের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।
সিলেটের জকিগঞ্জে রাস্তায় দাঁড়ানো খালি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
নিহত তিন বন্ধু হলেন, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) এবং সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিন বন্ধু। পথে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনের দিকে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সোনাসার রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে দুর্ঘটনায় আহত অপর বন্ধু দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‘তারা তিন বন্ধু একসঙ্গে বাড়ির উদ্দেশে রওনা করেছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়ানো ট্রাক্টরের পেছন দিকে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর আটক রয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, রাতের বেলায় জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসসহ ছোট বড় যানবাহন দাঁড় করিয়ে রাখায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এর আগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে খলাছড়া ইউপির মাদারখাল গ্রামের তিন বন্ধু ও বিয়ানীবাজার উপজেলার একজনসহ মোট চারজন নিহত হন। চারজনের মৃত্যুর শোক কেটে ওঠার আগে আবারও সড়কে তিনজনের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।
নোয়াখালীতে একটি কলেজে অধ্যয়নরত ছাত্রকে অন্য একটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলে সাংগঠনিক নিয়ম ভেঙে কেন্দ্রীয় কমিটি থেকে এমন কমিটি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
৩৪ মিনিট আগে‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগে