সুনামগঞ্জের বন্যাদুর্গত ৪০৮টি পরিবারের মাঝে নগদ অর্থ, ওষুধ ও স্যালাইন সহায়তা দিয়েছে লেখক-শিল্পীর উদ্যোগে পরিচালিত সামাজিক সংগঠন ‘সমন্বয়: দেশ আমার দায়িত্ব আমার’। এই কার্যক্রমে সামর্থ্যবানদের প্রতি সাংগঠনটির আহ্বান ছিল-‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’
গত ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে সংগঠনটির সমন্বয়ক ও সদস্য আশরাফ জুয়েল, শামস সাইদ, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, আবদুল্লাহ আল ইমরান ও সাম্মি ইসলাম নীলা যৌথ এক বিবৃতির মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। তাদের আহ্বানে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাড়া দেয় দেশ-বিদেশের লেখক, শিল্পী ও সাধারণ মানুষ। এরপর গত ২৩ জুন ‘সমন্বয়’ টিম সুনামগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলার দিসকিবাড়ি, ফেদারগাঁও, বেতমুড়া, দিঘলবাকের পার, ফেদারকান্দি, কাকুরাইল গ্রামের আশ্রয়কেন্দ্র দিঘলবাকের পার ফেদারগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, উত্তর রনিখাই ও কোম্পানিগঞ্জ আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪০৮টি পরিবারের প্রত্যেককে নগদ এক হাজার টাকা, ২০টি নাপা ট্যাবলেট, ২০টি ফ্লাজিল, ২ প্যাকেট ওরস্যালাইন বিতরণ করেন। এই কার্যক্রমে সহযোগিতা করেন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি জফির সেতু।
সমন্বয়ের এই কার্যক্রমে যুক্ত আছেন-মুহম্মদ নূরুল হুদা, আনোয়ারা সৈয়দ হক, ডা. মোহিত কামাল, ড. মাসুদুজ্জামান, খালেদ হোসাইন, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, ঝর্ণা রহমান, নাসিমা আনিস, জগলুল হায়দার, নাজমুল হুদা রতন (সাহস রতন), কামরুল হাসান শায়ক, জুয়েল মাজহার, শামীম রেজা, তাহসান রহমান খান, হামিম কামরুল হক, সাকিরা পারভীন, জফির সেতু, ভাগ্যধন বড়ুয়া, আদিত্য নজরুল, মিলু শামস, সফিকুল ইসলাম, রহমান শেলি, শিরিন উসমান, তাপস রায়, সিলভিয়া নাজনীন, সাদ রহমান, সাইয়েদ জামিল, বিধান সাহা, পলিয়ার ওয়াহিদ, সাম্য শাহ, সৌম্য সালেক, আবিদ আজম, ফারুক সুমন, রুদ্রাক্ষ রায়হান, হাবিবুল্লাহ ফাহাদ, জয়ন্ত জিল্লু, একরাম আজাদ, শিবলী আহমেদ, সাফিয়া খন্দকার রেখা, জায়েদ হোসাইন লাকী, রওশন আরা খানম, আসমা অধরা, রাশেদ রেহমান, রিঙকু অনিমিখ, আনিফ রুবেদ, খালেদ উদ দীন, সৈয়দ ওয়ালী, মাসউদ আহমাদ, শাহেদ কায়েস, মোজাফ্ফর হোসেন, আদনান সৈয়দ, কাজী সোহেল, সুফি সুফিয়ান, জোবায়ের মিলন, এ এ বিল্লাল, আরাফাত মোস্তফা শাহেদ, আবদুল্লাহ মোহাম্মদ মোতালিব, রেজাউল করিম, আরিফ বিল্লাহ, সানজানা আলম, ফয়সাল আলম, সালাহ উদ্দীন মাহমুদ, মুজাম্মিল হাসিব, মঈন মুনতাসীর, অনন্যা গোস্বামী, কিঙ্কর আহসান, রাহিতুল ইসলাম, মাহবুব ময়ূখ রিশাদ, সাদাত হোসাইন এবং বইবৃক্ষ, কাব্যশীলন (অনলাইন সাহিত্য পত্রিকা) ও বন্ধু কল্যান সমিতি।
‘সমন্বয়’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামের বন্যাদুর্গতদের পাশেও দাঁড়াতে চায় তারা।
সুনামগঞ্জের বন্যাদুর্গত ৪০৮টি পরিবারের মাঝে নগদ অর্থ, ওষুধ ও স্যালাইন সহায়তা দিয়েছে লেখক-শিল্পীর উদ্যোগে পরিচালিত সামাজিক সংগঠন ‘সমন্বয়: দেশ আমার দায়িত্ব আমার’। এই কার্যক্রমে সামর্থ্যবানদের প্রতি সাংগঠনটির আহ্বান ছিল-‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’
গত ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে সংগঠনটির সমন্বয়ক ও সদস্য আশরাফ জুয়েল, শামস সাইদ, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, আবদুল্লাহ আল ইমরান ও সাম্মি ইসলাম নীলা যৌথ এক বিবৃতির মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। তাদের আহ্বানে নগদ অর্থ প্রদানের মাধ্যমে সাড়া দেয় দেশ-বিদেশের লেখক, শিল্পী ও সাধারণ মানুষ। এরপর গত ২৩ জুন ‘সমন্বয়’ টিম সুনামগঞ্জের কোম্পানিগঞ্জ উপজেলার দিসকিবাড়ি, ফেদারগাঁও, বেতমুড়া, দিঘলবাকের পার, ফেদারকান্দি, কাকুরাইল গ্রামের আশ্রয়কেন্দ্র দিঘলবাকের পার ফেদারগাঁও উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, উত্তর রনিখাই ও কোম্পানিগঞ্জ আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪০৮টি পরিবারের প্রত্যেককে নগদ এক হাজার টাকা, ২০টি নাপা ট্যাবলেট, ২০টি ফ্লাজিল, ২ প্যাকেট ওরস্যালাইন বিতরণ করেন। এই কার্যক্রমে সহযোগিতা করেন সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি জফির সেতু।
সমন্বয়ের এই কার্যক্রমে যুক্ত আছেন-মুহম্মদ নূরুল হুদা, আনোয়ারা সৈয়দ হক, ডা. মোহিত কামাল, ড. মাসুদুজ্জামান, খালেদ হোসাইন, জাকির তালুকদার, আহমাদ মোস্তফা কামাল, ঝর্ণা রহমান, নাসিমা আনিস, জগলুল হায়দার, নাজমুল হুদা রতন (সাহস রতন), কামরুল হাসান শায়ক, জুয়েল মাজহার, শামীম রেজা, তাহসান রহমান খান, হামিম কামরুল হক, সাকিরা পারভীন, জফির সেতু, ভাগ্যধন বড়ুয়া, আদিত্য নজরুল, মিলু শামস, সফিকুল ইসলাম, রহমান শেলি, শিরিন উসমান, তাপস রায়, সিলভিয়া নাজনীন, সাদ রহমান, সাইয়েদ জামিল, বিধান সাহা, পলিয়ার ওয়াহিদ, সাম্য শাহ, সৌম্য সালেক, আবিদ আজম, ফারুক সুমন, রুদ্রাক্ষ রায়হান, হাবিবুল্লাহ ফাহাদ, জয়ন্ত জিল্লু, একরাম আজাদ, শিবলী আহমেদ, সাফিয়া খন্দকার রেখা, জায়েদ হোসাইন লাকী, রওশন আরা খানম, আসমা অধরা, রাশেদ রেহমান, রিঙকু অনিমিখ, আনিফ রুবেদ, খালেদ উদ দীন, সৈয়দ ওয়ালী, মাসউদ আহমাদ, শাহেদ কায়েস, মোজাফ্ফর হোসেন, আদনান সৈয়দ, কাজী সোহেল, সুফি সুফিয়ান, জোবায়ের মিলন, এ এ বিল্লাল, আরাফাত মোস্তফা শাহেদ, আবদুল্লাহ মোহাম্মদ মোতালিব, রেজাউল করিম, আরিফ বিল্লাহ, সানজানা আলম, ফয়সাল আলম, সালাহ উদ্দীন মাহমুদ, মুজাম্মিল হাসিব, মঈন মুনতাসীর, অনন্যা গোস্বামী, কিঙ্কর আহসান, রাহিতুল ইসলাম, মাহবুব ময়ূখ রিশাদ, সাদাত হোসাইন এবং বইবৃক্ষ, কাব্যশীলন (অনলাইন সাহিত্য পত্রিকা) ও বন্ধু কল্যান সমিতি।
‘সমন্বয়’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামের বন্যাদুর্গতদের পাশেও দাঁড়াতে চায় তারা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
৯ মিনিট আগেরাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার। সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
১৪ মিনিট আগেনিহত ব্যক্তি ফাঁকা বাসায় ঘটনার রাতে ৫ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কথা বলে আসামিদের বাসায় ডেকে আনে। কিন্তু পরে টাকা না দিয়ে মোবাইলে শারীরিক সম্পর্কের ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চাকু দিয়ে ওই ব্যক্তিকে গলা ও ঊরুতে আঘাত করে হত্যা করেন।
২০ মিনিট আগেহবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আ
৩৪ মিনিট আগে