Ajker Patrika

আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করছে: ড. মো. গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক ও সিলেট প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০: ০৬
Thumbnail image

আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেছেন, ‘আজকের পত্রিকা বাংলাদেশের অনেকগুলো পত্রিকার মধ্যে সাম্প্রতিক একটি পত্রিকা। অল্প দিনে এই পত্রিকা পাঠকেরা সাদরে গ্রহণ করেছেন। পত্রিকাটি সুধীমহলে প্রশংসিত হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি এই সংবাদপত্রকে একটি বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে দৃষ্টিনিরপেক্ষ, নির্মোহভাবে সংবাদটি উপস্থাপন করে সংবাদের বিভিন্ন বিষয়-আশয় আলোচনা-পর্যালোচনা, বিশ্লেষণ করে উপস্থাপন করার। পাঠকসমাজ কত সময় পত্রিকা পড়ে, কী চায়, সেটা গবেষণা করে আমরা পত্রিকায় সংবাদ উপস্থাপন করে থাকি। পাঠকের আগ্রহ-উৎসাহকে প্রাধান্য দিয়ে তাঁদের প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে আমরা আমাদের পত্রিকার পৃষ্ঠাগুলো সাজানোর চেষ্টা করি।’ 

আজ শনিবার বিকেলে সিলেট নগরের জিন্দাবাজারের হক সুপার মার্কেটের তৃতীয় তলায় আজকের পত্রিকার সিলেট অফিস উদ্বোধন-পূর্ব আলোচনায় ড. মো. গোলাম রহমান এসব কথা বলেন। 

ড. মো. গোলাম রহমান আরও বলেন, ‘স্থানীয় সংবাদের যে গুরুত্ব, সেটা যারা যে স্থানে থাকে, তারাই বোঝে। মানুষ তার আশপাশের সংবাদকে যতটা গুরুত্বপূর্ণ মনে করে, দূরের সংবাদকে ততটা গুরুত্ব দেয় না। মানুষের সংবাদ জানার যে চাহিদা, সেটা তার মনোজাগতিক একটি প্রয়োজন। যে কারণে আমাদের আজকের পত্রিকা সারা দেশের স্থানীয় দৈনিক। আমাদের পত্রিকায় দেশসেরা বিভিন্ন অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন। সংবাদ বা তথ্যের যে চাহিদা, সেটা আমরা মাথায় রেখেছি। সেই চাহিদা পূরণের লক্ষ্যে আমাদের অভিজ্ঞ সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন।’ 

আজকের পত্রিকার সিলেট অফিস উদ্বোধনের সময় আলোচনায় সভায় বক্তব্য দেন ড. মো. গোলাম রহমানআলোচনা সভায় আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক (সিলেট) ইয়াহ্ইয়া মারুফ সঞ্চালনা করেন। পত্রিকাটি নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করে সভায় বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, স্থানীয় দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী শহিদুজ্জামান চৌধুরী, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, নাগরিক মৈত্রী সিলেটের সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, বিশিষ্ট কবি, গবেষক ও লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মু. আনোয়ার হোসেন রনি, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, সংবাদপত্র পরিবেশক সিকান্দর আলী প্রমুখ। 

পরে একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী সুষমা দাশসহ অতিথিদের নিয়ে অধ্যাপক ড. মো. গোলাম রহমান ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। 

আলোচনায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘দুই বছর ধরে আজকের পত্রিকা পড়ছি। ট্র্যাডিশনাল ধারা থেকে বর্তমানে পত্রিকাগুলো বেরিয়ে গেছে। উপসম্পাদকীয় লেখা এখন পত্রিকায় তেমন হয় না। সংবাদপত্রের অতিকথনে বৈপরীত্য দেখা যাচ্ছে। পত্রিকা এবং সাংবাদিকের ইতিকথা যদি এক না হয়, তাহলে সমস্যা। আজকের পত্রিকা প্রগতিশীল একটি পত্রিকা। সবাই এক হয়ে কাজ করলে পত্রিকাটি এগিয়ে যাবে।’ 

সিলেট মিররের সম্পাদক আহমেদ নুর বলেন, আজকের পত্রিকার সম্পাদক একজন সাংবাদিকতার শিক্ষক। তিনি বাসসের চেয়ারম্যান ছিলেন, মুক্তিযুদ্ধও করেছেন। বর্তমানে কাগজের দাম বেড়ে যাওয়ায় পত্রিকাগুলো কোনোরকম ঠিকে আছে। সেই করোনার সময়ে প্রতিষ্ঠা হওয়া আজকের পত্রিকা বর্তমানে দেশের প্রথম সারির মিডিয়ায় ভালো অবস্থানে আছে। সিলেটের ব্যবসা-বাণিজ্য পত্রিকায় রাখতে পারলে ভালো হয়। 

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম, প্রথম আলোর সিলেট ব্যুরো প্রধান ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ, বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক গোলজার আহমদ, নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের সভাপতি বিলকিস আক্তার সুমি, সিলেট উইমেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুবর্ণা হামিদ, কবি ও ব্যাংকার সুমন বনিক, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, গণজাগরণ মঞ্চের সংগঠক রাজীব রাসেল, আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন, ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মিঠু দাশ জয়, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, সাংবাদিক শাহিন আহমদ, সুব্রত দাস, ফারুক আহমদ, ব্যবসায়ী মো. লুৎফুর রহমান মোহন, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবীব আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবিদুর রহমান, গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা, বিশ্বনাথ প্রতিনিধি জামাল মিয়া, শাবিপ্রবি প্রতিনিধি তানভীর হাসানসহ সিলেটের সুশীল, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত