কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মাঘের হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। তীব্র শীতে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় কাজে যেতে পারেননি শ্রমজীবী মানুষেরা। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
উপজেলার চা-শ্রমিকেরা জানান, তীব্র শীতে অধিকাংশ চা-শ্রমিকদের গরম কাপড় নেই। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। অনেক চা-শ্রমিক ঠান্ডা জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, সর্দি, কাশি ও জ্বর নিয়ে ভর্তি হচ্ছে। অনেকেই বহির্বিভাগে সেবা নিয়ে বাড়িতে যাচ্ছে। শীত থেকে রক্ষা পেতে সব সময় গরম কাপড় পড়াতে হবে।
নিম্ন আয়ের মানুষেরা জানান, কিছুদিন ধরে তীব্র শীত পড়েছে একই সঙ্গে ঘন কুয়াশা। শীতে অনেক শ্রমজীবী মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য কাজে যেতে পারছেন না তাঁরা।
আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে বলে বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক মো. আনিছুর রহমান।
চা-শ্রমিক নেতা শিতারাম বিন বলেন, শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমিকদের। তাদের পর্যাপ্ত কোনো গরম কাপড় নেই। প্রতিদিন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে চা-শ্রমিকেরা।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে কৃষকেরা বোরো ধানের চারা রোপণ করছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে অনেক জায়গায় বোরো ধানের বীজতলা লাল হয়ে নষ্ট হচ্ছে। এ জন্য কৃষকেরা শ্রমিক সংকট অবস্থায় ধানের চারা রোপণ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, শীতের যত তীব্রতা বাড়ছে ততই ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্কদের পাশাপাশি এখন সকল বয়সী মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। যতটুকু সম্ভব গরম কাপড় পড়ে থাকতে হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জে মাঘের হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা। তীব্র শীতে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকায় কাজে যেতে পারেননি শ্রমজীবী মানুষেরা। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
উপজেলার চা-শ্রমিকেরা জানান, তীব্র শীতে অধিকাংশ চা-শ্রমিকদের গরম কাপড় নেই। শীত উপেক্ষা করে কাজে যেতে হয়। অনেক চা-শ্রমিক ঠান্ডা জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, সর্দি, কাশি ও জ্বর নিয়ে ভর্তি হচ্ছে। অনেকেই বহির্বিভাগে সেবা নিয়ে বাড়িতে যাচ্ছে। শীত থেকে রক্ষা পেতে সব সময় গরম কাপড় পড়াতে হবে।
নিম্ন আয়ের মানুষেরা জানান, কিছুদিন ধরে তীব্র শীত পড়েছে একই সঙ্গে ঘন কুয়াশা। শীতে অনেক শ্রমজীবী মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য কাজে যেতে পারছেন না তাঁরা।
আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা আরও কমতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে বলে বিষয়টি নিশ্চিত করেন, শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক মো. আনিছুর রহমান।
চা-শ্রমিক নেতা শিতারাম বিন বলেন, শীতের কারণে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্রমিকদের। তাদের পর্যাপ্ত কোনো গরম কাপড় নেই। প্রতিদিন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে চা-শ্রমিকেরা।
এদিকে তীব্র শীত উপেক্ষা করে কৃষকেরা বোরো ধানের চারা রোপণ করছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে অনেক জায়গায় বোরো ধানের বীজতলা লাল হয়ে নষ্ট হচ্ছে। এ জন্য কৃষকেরা শ্রমিক সংকট অবস্থায় ধানের চারা রোপণ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, শীতের যত তীব্রতা বাড়ছে ততই ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্কদের পাশাপাশি এখন সকল বয়সী মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। যতটুকু সম্ভব গরম কাপড় পড়ে থাকতে হবে।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১২ মিনিট আগেগত ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে
১৬ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় রাজাপুর সেতুসংলগ্ন এলাকার বালুমহালের ইজারা স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সেতুসংলগ্ন স্থানে হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২৮ মিনিট আগেবগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ‘অবৈধ পকেট কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতারা। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন তাঁরা।
১ ঘণ্টা আগে