Ajker Patrika

মূল্যতালিকা প্রদর্শন না করায় জরিমানা, ক্যাব সভাপতির বাসায় হামলা

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ক্যাব সভাপতির বাসায় হামলা। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জে ক্যাব সভাপতির বাসায় হামলা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে মূল্যতালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীকে ভোক্তা অধিদপ্তর জরিমানা করায় জেলা কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতির বাসায় হামলা-ভাঙচুর হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, রমজান ও ঈদ উপলক্ষে জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিং টিম গঠন করা হয়। গতকাল (সোমবার) বিকেলে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাব সভাপতি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বাজার মনিটরিং করতে চৌধুরী বাজারে যান।

এ সময় বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিদপ্তর রকি এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করে। এর জেরে ওই ব্যবসায়ী ক্যাব সভাপতি মো. দেওয়ান মিয়াকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

ওই দিন রাত অনুমান সাড়ে ১০টার দিকে মিজানুর রহমান ৮-১০ জন লোক নিয়ে পুরান মুন্সেফী এলাকায় দেওয়ান মিয়ার বাসায় হামলা চালায়। তারা গেট ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় তিন লাখ টাকার জিনিসপত্র ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভুইয়া। এক বিবৃতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত