Ajker Patrika

কুকুরের শরীরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
কুকুরের শরীরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জের মাধবপুরের ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে কুকুরের শরীরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে। দু’পক্ষের সংঘর্ষের চলাকালে অন্তত চারটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত অন্তত ৪০ জনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতাল ও নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই নাছির উদ্দিন লস্করের পালিত কুকুর একই এলাকার শেখ মনিরের হাঁসের খামারে ধাওয়া করে। মনিরের ছেলে শেখ রনক মিয়া কুকুরের শরীরে একটি ঢিল ছুড়ে মারে। এতে নাছির এসে রনককে বকাঝকা করে। খবর ছড়িয়ে পরলে উভয় পক্ষ জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট শুরু করে দেয়। দু’পক্ষের অর্ধশতাধিক মানুষ সংঘর্ষে আহত হয়। এরপর আজ মঙ্গলবার ভোরে দ্বিতীয় দফায় ফের সংঘর্ষের ঘটনা ঘটে।

শিমুলঘর গ্রামের শেখ ফখরুল ইসলাম বলেন, সংঘর্ষ চলাকালে গৃহপালিত গরু, ছাগল, ভেড়া লুটের ঘটনা ঘটেছে।

লস্কর বাড়ির নাছির উদ্দিন লস্কর আজকের পত্রিকাকে বলেন, কুকুরের আঘাতের ঘটনার দুদিন আগে আমাদের পক্ষের এক শিশুকে শেখের বাড়ির পক্ষের লোকজন মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ শিমুলঘর গ্রামে এসে পরিস্থিতি শান্ত করে। পরিস্থিতি শান্ত করতে কয়েকজনকে আটক করা হয়। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত