সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট নগরীতে দিরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপির কর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।
জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, ‘প্রদীপ রায়কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাঁকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে দিরাইয়ের জারুলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হলেও চার্জশিটে তিনি অব্যাহতি পান। ২০২১ সালে ভাটিপাড়া জলমহাল নিয়ে সংঘর্ষের মামলায়ও তাঁর নাম রয়েছে।
গত ১৫ বছর ধরে প্রদীপ রায় দিরাই-শাল্লা এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর ভাই বিশ্বজিৎ রায় দিরাই পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হন।
সরকার পরিবর্তনের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সিলেট শহরে অবস্থান নিশ্চিত হয়ে বিএনপির কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে।
সিলেট নগরীতে দিরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপির কর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।
জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, ‘প্রদীপ রায়কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাঁকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে দিরাইয়ের জারুলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হলেও চার্জশিটে তিনি অব্যাহতি পান। ২০২১ সালে ভাটিপাড়া জলমহাল নিয়ে সংঘর্ষের মামলায়ও তাঁর নাম রয়েছে।
গত ১৫ বছর ধরে প্রদীপ রায় দিরাই-শাল্লা এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর ভাই বিশ্বজিৎ রায় দিরাই পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হন।
সরকার পরিবর্তনের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সিলেট শহরে অবস্থান নিশ্চিত হয়ে বিএনপির কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে।
রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডে এক কিশোরকে মারছিল ছয়-সাতজন মিলে। মাথায় হেলমেট দিয়ে একের পর এক আঘাত করে। ইট দিয়ে মাথায় আঘাতেরও চেষ্টা করা হয়। এই অবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। ছুটে আসেন একজন ট্রাফিক সার্জেন্টও।
৪ ঘণ্টা আগেপারিবারিক বিরোধে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশের পারিবারিক আদালতে বর্তমানে ৭৪ হাজারের বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে পাঁচ হাজারের বেশি মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে...
৪ ঘণ্টা আগেটঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের গাজীপুরের কালীগঞ্জ বাইপাস মোড় যেন মৃত্যুফাঁদ। গোলচত্বর ও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে এই মোড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা; ঝরছে প্রাণ। সরু রাস্তা, যানবাহনের ব্যাপক চাপ ও বেপরোয়া গতি—সব মিলিয়ে আতঙ্কের আরেক নাম এই বাইপাস মোড়।
৪ ঘণ্টা আগে‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা ও সংগীতানুষ্ঠান ছাড়াও ছিল ব্যতিক্রমী ড্রোন প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে