Ajker Patrika

দিরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা প্রদীপ রায় আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
আটক প্রদীপ রায় । ফাইল ছবি
আটক প্রদীপ রায় । ফাইল ছবি

সিলেট নগরীতে দিরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপির কর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করা হয়।

জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, ‘প্রদীপ রায়কে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাঁকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে দিরাইয়ের জারুলিয়া জলমহাল নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন। ওই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হলেও চার্জশিটে তিনি অব্যাহতি পান। ২০২১ সালে ভাটিপাড়া জলমহাল নিয়ে সংঘর্ষের মামলায়ও তাঁর নাম রয়েছে।

গত ১৫ বছর ধরে প্রদীপ রায় দিরাই-শাল্লা এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর ভাই বিশ্বজিৎ রায় দিরাই পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হন।

সরকার পরিবর্তনের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সিলেট শহরে অবস্থান নিশ্চিত হয়ে বিএনপির কর্মীরা স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত