কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ার ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে তাঁদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানও সেখানে আছেন।
ওসি আব্দুছ ছালেক আজকের পত্রিকাকে বলেন, ‘১৭ জনকে আটক করা হয়েছে। সিটিটিসির কর্মকর্তারা ঢাকা থেকে আসছেন। বিস্তারিত তাঁরা আসার পর জানানো হবে।’
গত শনিবার সকালে এই এলাকার বাইশালী টিলায় থাকা ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াত ও পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আছকরাবাদ খেলার মাঠ এলাকায় অটোরিকশায় ওঠার সময় চালকের সন্দেহ হওয়ায় তিনি তাঁদের নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরে পুলিশকে খবর দেন।
অটোচালক রবিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, একজনকে কাঁধে বহন করে নিয়ে তাঁরা তাঁর গাড়ির কাছে আসেন। তাঁরা মোট পাঁচটি অটোরিকশা ভাড়া করেন। তাঁরা বনভোজন করতে মৌলভীবাজার যাওয়ার কথা জানান। তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটকেরা ইউনিয়ন পরিষদের হলরুমে আছেন। তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অভিযানের পর থেকে কুলাউড়া থানা-পুলিশ ও আমাদের নজরদারি ছিল।’
আটকদের মধ্যে সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন রয়েছেন। তিনি ওই সংগঠনের কমান্ডার হিসেবে পরিচিত।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আটকদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।’
মৌলভীবাজারের কুলাউড়ার ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ঘটনায় জড়িত সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার দুপুরে তাঁদের কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানও সেখানে আছেন।
ওসি আব্দুছ ছালেক আজকের পত্রিকাকে বলেন, ‘১৭ জনকে আটক করা হয়েছে। সিটিটিসির কর্মকর্তারা ঢাকা থেকে আসছেন। বিস্তারিত তাঁরা আসার পর জানানো হবে।’
গত শনিবার সকালে এই এলাকার বাইশালী টিলায় থাকা ‘জঙ্গি আস্তানা’ থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াত ও পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আছকরাবাদ খেলার মাঠ এলাকায় অটোরিকশায় ওঠার সময় চালকের সন্দেহ হওয়ায় তিনি তাঁদের নিয়ে সরাসরি ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরে পুলিশকে খবর দেন।
অটোচালক রবিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, একজনকে কাঁধে বহন করে নিয়ে তাঁরা তাঁর গাড়ির কাছে আসেন। তাঁরা মোট পাঁচটি অটোরিকশা ভাড়া করেন। তাঁরা বনভোজন করতে মৌলভীবাজার যাওয়ার কথা জানান। তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ হলে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।
কর্মধা ইউপির চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটকেরা ইউনিয়ন পরিষদের হলরুমে আছেন। তাঁদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অভিযানের পর থেকে কুলাউড়া থানা-পুলিশ ও আমাদের নজরদারি ছিল।’
আটকদের মধ্যে সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক সোহেল তানজিমও রয়েছেন জানিয়ে তিনি বলেন, এ ছাড়া আব্দুল আহাদ মেন্দি নামের একজন রয়েছেন। তিনি ওই সংগঠনের কমান্ডার হিসেবে পরিচিত।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আটকদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৩ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৫ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে