নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। টানা তিনবার দলের মনোনয়নবঞ্চিত হয়ে এবার স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। আজ সোমবার নির্বাচন কমিশন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি মিসবাহ উদ্দিন সিরাজ নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মিসবাহ এবার সিলেট-১ ও ৩ আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর আগে গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে ডামি প্রার্থী রাখতে মনোনয়নপ্রাপ্তদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার বিরুদ্ধে দলীয় কোনো নেতা প্রার্থী হলে—এবার শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। দলীয় প্রধানের এমন ইঙ্গিতের পর এবার মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার চিন্তা করছেন।
জাতীয় সংসদের ২২৯ আসনটিতে (সিলেট-১) ২০১৮ সাল থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে তাঁর বড় ভাই প্রয়াত আবুল মাল আবদুল মুহিত দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর থেকে সিলেট-১ (সিলেট সিটির ৩৬টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে, ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।
মিসবাহ টানা তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজ কোর্টের পিপির দায়িত্বও পালন করেন দীর্ঘদিন।
মিসবাহ উদ্দিন সিরাজ নিজেই মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। আর বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফেসবুকে মিসবাহ লিখেন, ‘আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।’
মিসবাহ উদ্দিন সিরাজের এক ঘনিষ্ঠজন জানান, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হতে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা মেনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দলের প্রার্থীকে বিজয় করা আমাদের দায়িত্ব। নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে যদি দলীয় প্রধান কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না। নেত্রীর বক্তব্যই সঠিক। তবে ডামি বা অন্য কোনো দলের প্রার্থীরা নৌকার বিজয়ে কোনো প্রভাব ফেলতে পারবেন না।’
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। টানা তিনবার দলের মনোনয়নবঞ্চিত হয়ে এবার স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। আজ সোমবার নির্বাচন কমিশন থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি মিসবাহ উদ্দিন সিরাজ নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মিসবাহ এবার সিলেট-১ ও ৩ আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর আগে গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে ডামি প্রার্থী রাখতে মনোনয়নপ্রাপ্তদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার বিরুদ্ধে দলীয় কোনো নেতা প্রার্থী হলে—এবার শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। দলীয় প্রধানের এমন ইঙ্গিতের পর এবার মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার চিন্তা করছেন।
জাতীয় সংসদের ২২৯ আসনটিতে (সিলেট-১) ২০১৮ সাল থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে তাঁর বড় ভাই প্রয়াত আবুল মাল আবদুল মুহিত দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর থেকে সিলেট-১ (সিলেট সিটির ৩৬টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে, ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।
মিসবাহ টানা তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজ কোর্টের পিপির দায়িত্বও পালন করেন দীর্ঘদিন।
মিসবাহ উদ্দিন সিরাজ নিজেই মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। আর বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফেসবুকে মিসবাহ লিখেন, ‘আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।’
মিসবাহ উদ্দিন সিরাজের এক ঘনিষ্ঠজন জানান, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হতে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা মেনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দলের প্রার্থীকে বিজয় করা আমাদের দায়িত্ব। নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে যদি দলীয় প্রধান কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না। নেত্রীর বক্তব্যই সঠিক। তবে ডামি বা অন্য কোনো দলের প্রার্থীরা নৌকার বিজয়ে কোনো প্রভাব ফেলতে পারবেন না।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৬ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৬ ঘণ্টা আগে