Ajker Patrika

সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি
সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট-জকিগঞ্জ সড়কে চারটির বেশি বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘট স্থগিত করা হয়। 

এ বিষয়ে পরিবহন নেতারা জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ প্রশাসন কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। 

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবীর পলাশ বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে চারটির বেশি বিআরটিসি বাস চলাচল করবে না বলে জানিয়েছেন সিলেট ডিপোর ব্যবস্থাপক মো. সোহেল রানা। এমন আশ্বাস প্রশাসনের কর্মকর্তারাও দিয়েছেন। তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। 

জানা গেছে, গতকাল রোববার রাতে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, বিআরটিসি কর্তৃপক্ষ ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের বৈঠকের পর ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছিল। সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিআরটিসি সিলেটের ডিপো ব্যবস্থাপক মো. সোহেল রানাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। 

এর আগে গত শনিবার রাতে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতলীতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত