জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) ও মোয়ামীন (২৮)।
আহতেরা হলেন কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), রাজধানীর কদমতলীর রুবেল আলম (২৮), রাজধানীর লঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) ও নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। এ ছাড়া অন্য দুজনের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের একজন জানান, তাঁরা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে পিকআপ নিয়ে সিলেট আসেন। মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে রওনা হন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।
ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, ‘পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠিয়েছি। নিহতদের হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।’
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) ও মোয়ামীন (২৮)।
আহতেরা হলেন কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), রাজধানীর কদমতলীর রুবেল আলম (২৮), রাজধানীর লঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) ও নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। এ ছাড়া অন্য দুজনের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের একজন জানান, তাঁরা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে পিকআপ নিয়ে সিলেট আসেন। মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে রওনা হন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।
ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, ‘পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠিয়েছি। নিহতদের হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।’
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
১৬ মিনিট আগেঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল আজ সোমবার ভোরে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে...
৪২ মিনিট আগে