জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) ও মোয়ামীন (২৮)।
আহতেরা হলেন কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), রাজধানীর কদমতলীর রুবেল আলম (২৮), রাজধানীর লঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) ও নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। এ ছাড়া অন্য দুজনের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের একজন জানান, তাঁরা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে পিকআপ নিয়ে সিলেট আসেন। মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে রওনা হন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।
ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, ‘পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠিয়েছি। নিহতদের হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।’
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী পিকআপ খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন ঢাকার কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের জাহাঙ্গীর (৩০) ও মোয়ামীন (২৮)।
আহতেরা হলেন কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), রাজধানীর কদমতলীর রুবেল আলম (২৮), রাজধানীর লঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), কেরানীগঞ্জের ইটামারা কদমতলীর বাবুলের ছেলে মিন্টু (২৫) ও নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬)। এ ছাড়া অন্য দুজনের নাম জানা যায়নি।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের একজন জানান, তাঁরা শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতে পিকআপ নিয়ে সিলেট আসেন। মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে রওনা হন। পথে সিলেট-তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।
ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, ‘পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠিয়েছি। নিহতদের হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।’
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে